বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলে অব্যবস্থাপনা দেখে শিক্ষামন্ত্রীর ক্ষোভ

  •    
  • ১২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২৩

শিক্ষামন্ত্রী দীপু মনি কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শহীদ মিনারের পাশে একটি টবে পানি জমে থাকায় ক্ষোভ ঝেড়ে বলেন, ‘এগুলো কী? আপনারা এ বিষয়গুলো খেয়াল করেন না কেন?’

প্রায় দেড় বছর পর স্কুল খোলার প্রথম দিনে পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাজধানীর কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে রোববার বেলা পৌনে বারোটার দিকে পরিদর্শনে গিয়ে কিছু অ্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনে তিনি বিদ্যালয়ের কক্ষ ও প্রাঙ্গন তদারকি করেন। এ সময় শহীদ মিনারের পাশে একটি টবে পানি জমে থাকায় ক্ষোভ জানিয়ে বলেন, ‘এগুলো কী? আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন না কেন?’

স্কুলের প্রধানশিক্ষক মো. মোস্তফা কামাল চলমান কাজের দোহাই দিলে মন্ত্রী বলেন, ‘দয়া করে এসব কথা আমাকে বলবেন না। আমি আগামীকাল লোক পাঠাবো আজকের মধ্যেই এগুলো ঠিক করবেন।’

স্কুলের করিডর দেখিয়ে দীপু মনি বলেন, ‘আপনাদেরকে দেয়া নির্দেশনার সঙ্গে পরিস্থিতির তো কোনো মিল দেখছি না।’

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ স্কুলের ক্লাসরুম ও আইসোলেশন রুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। কিন্তু শিক্ষকদের রুম আরও গোছানো থাকা দরকার ছিল।

‘তবে তাপমাত্রা মাপাসহ হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা আছে স্কুলটিতে।’

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয় সরকার। ১২ সেপ্টেম্বর থেকে ক্লাসে ফেরে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো খবর