বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হত্যার ১২ বছর পর ৬ জনের যাবজ্জীবন

  •    
  • ১২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৩৩

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের স্টিল ব্রিজ এলাকায় হত্যা করা হয় কাবিজুর রহমানকে। তাকে হত্যার পর মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় আসামিরা।

কুষ্টিয়ায় এক মাইক্রোবাসচালক হত্যার ১২ বছর পর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম রোববার দুপুর ১২টার দিকে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের একজন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী।

দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন জেলার সদর উপজেলার বাহির বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনার ও চরসাদিপুর গ্রামের সোহান, মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের কোরবান আলী, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের কাওছার আলী, ঝিনাইদহের স্বরূপদহ গ্রামের মানিক জোয়ার্দার এবং মাগুরার জাহাঙ্গীর হোসেন মান্না ওরফে সাগর।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের স্টিল ব্রিজ এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা মাইক্রোবাসচালক কাবিজুর রহমানকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ ও অস্ত্র দিয়ে হত্যা করে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কাবিজুরের ভাই আবদুর রউফ ২৯ জুলাই অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি কাওছার আলী।

তিনি আরও জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনের সূত্রে শুনানি শেষে ছয় আসামির বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হয়। পরে বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

তবে এ ঘটনায় ছলেমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয় বলেও জানান এই আইনজীবী।

এ বিভাগের আরো খবর