বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুনর্ভবায় ডুবল খালা-ভাগনে

  •    
  • ১২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৩

কয়েক দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে শামীম। রোববার দুপুরে খালা মারুফার সঙ্গে বাড়ির পাশের পুনর্ভবা নদীতে গোসল করতে নামে সে। একসময় তারা দুজন পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাছ ধরার জাল নদীতে ফেললে দুই শিশু জালে আটকে যায়।

দিনাজপুরের কাহারোলে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বকশীডাঙ্গার পুনর্ভবা নদীর অংশে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রাণহানির ঘটনা ঘটে।

মৃত মারুফা বেগম ও শামীম হোসেন সম্পর্কে খালা-ভাগনে।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন।

১১ বছর বয়সী মারুফা উপজেলার বকশীডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে এবং আট বছরের শামীম বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফউদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রইস উদ্দীন জানান, কয়েক দিন আগে বকশীডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে আসে শামীম। রোববার দুপুরে মারুফা ও শামীম একসঙ্গে বাড়ির পাশের পুনর্ভবা নদীতে গোসল করতে নামে।

একসময় তারা দুজন পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাছ ধরার জাল নদীতে ফেললে দুই শিশু জালে আটকে যায়। উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাহারোল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর