চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানাপ্রাচীর ধসে পড়ে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
নগরীর কোতোয়ালি মোড়ের পাশে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সামনে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।
নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আলী নিউজবাংলাকে বলেন, ‘আমরা দুপুর সোয়া ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে স্থানীয়দের কাছে জানতে পেরেছি ৫-৬ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল টগর চাকমা বলেন, ‘কিছুক্ষণ আগে পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা কোতোয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংকের সীমানাপ্রাচীর ধসে আহত হয়েছেন।’
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দেয়ালটি ধসে পড়ে। এতে সাতজন আহত হয়েছেন। ভ্যানচালককে আটক করা হয়েছে।
আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়ে বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।