বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাড়ে পাঁচ ঘণ্টায় তিস্তার ৪৬ কিলোমিটার পাড়ি কিশোরের

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫১

কিশোর রব্বানী বলে, ‘আমার স্বপ্ন বিশ্বসেরা সাঁতারু হওয়া। এজন্য আমি চেষ্টা করছি। আমার ইচ্ছে, আমি যেন বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উড়াতে পারি।’ 

লালমনিরহাটের তিস্তা নদীতে সাঁতার প্রতিযোগিতায় এক কিশোর ৪৬ কিলোমিটার পাড়ি দিয়েছে।

১৪ বছরের ওই কিশোরের নাম রাব্বী রহমান। বাড়ি বগুড়া সদর উপজেলায়।

লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে শনিবার সকালে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ ঘণ্টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ দূরত্ব পাড়ি দেয় সে।

মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শেখ কামাল তিস্তা সাঁতার প্রতিযোগিতা নামে এ আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন জেলার ১৫ দক্ষ সাঁতারু।

সকাল ৯টায় সাঁতার শুরু করার পর বিকেল ৩টা পর্যন্ত ৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুরপ্রান্তে এসে পৌঁছায় সাঁতারুরা।

এ সময় কিশোর রব্বানী বলে, ‘আমার স্বপ্ন বিশ্বসেরা সাঁতারু হওয়া। এজন্য আমি চেষ্টা করছি। আমার ইচ্ছে, আমি যেন বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উড়াতে পারি।’

সে আরও বলে, ‘আমি গত বছর ৪০ জন সাঁতারুকে পেছনে ফেলে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হয়েছিলাম।’

সাঁতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর ডালিয়া পওর বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, রংপুর বিএডিসির নির্বাহী প্রকৌশলী মিজানুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এ বিভাগের আরো খবর