পঞ্চগড়ে পাঁচটি প্রতারণা মামলার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে শনিবার দুপুর তিনটার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার লিয়াকত আলীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে।
বাদীপক্ষের আইনজীবী তসলিম উদ্দিন জানান, দুই বছর আগে সিরাজুল ইসলাম নামের একজনের কাছ থেকে ৪ লাখ টাকা ধার নেন লিয়াকত। দীর্ঘদিন পরেও টাকা ফেরত না পেয়ে সিরাজুল আদালতে মামলা করেন। আদালত ওই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার নিউজবাংলাকে জানান, লিয়াকতের নামে পঞ্চগড় সদর থানায় পাঁচটি প্রতারণার মামলা আছে। এর মধ্যে দুইটিতে তিনি সাজাপ্রাপ্ত ও তিনটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
দীর্ঘদিন ধরে লিয়াকত পলাতক ছিলেন। শুক্রবার রাত নয়টার দিকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।
এসআই বলেন, ‘শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’