নারায়ণগঞ্জ নগরের একটি এলাকা থেকে পাশের এলাকায় মেলার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে তিন কিশোরী।
শুক্রবার রাতে নিখোঁজ হয় ওই তিন প্রতিবেশী কিশোরী।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।
ওসি জানান, নিখোঁজ কিশোরীদের মধ্যে একজন অষ্টম শ্রেণির, আরেকজন স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং তৃতীয়জন একটি পোশাক কারখানার শ্রমিক।
জিডিতে বলা হয়, নগরীর একটি এলাকার একই বাড়িতে ভাড়া থাকে ওই তিন কিশোরীর পরিবার। শুক্রবার রাত ৮টার দিকে পাশের এলাকায় মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তারা। তাদের মধ্যে একজনের কাছে মোবাইল ফোন ছিল। তা বন্ধ পাওয়া যাচ্ছে। তারা রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।
মাদ্রাসা পড়ুয়া কিশোরীর বাবা নিউজবাংলাকে জানান, শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে মেলায় যায় ওই তিন কিশোরী। আধা ঘণ্টা পরই বাড়ি ফিরে আসে তারা। পরে রাত ৮টার দিকে তারা আবার মেলায় যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ নেই।
আরেক কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে মাদ্রাসায় পড়ত। করোনার কারণে আয় রোজগার নাই, তাই মেয়েকে গার্মেন্টসে কামে দিছি। শুক্রবার ওর কারখানা বন্ধ আছিল। তাই সারা দিন বাড়িতে ছিল। রাইতে মেলায় যাওয়ার কথা কইয়া ঘর থাইকা বাইর হয়। মাইয়াডার আর কোনো সন্ধান পাই নাই আমি।’
অষ্টম শ্রেণিতে পড়া কিশোরীর মামা বলেন, ‘গতকাল (শুক্রবার) রাত ১০টা বাইজা গেলেও ভাগনি বাড়িত ফিরে নাই। পরে আমরা মেলায় গিয়া অনেক খুঁজছি। আশপাশের সব জায়গা খুজঁছি, কিন্ত ওগো কোনো খবর পাই নাই। রবিবার তার স্কুলে যাওয়ার কথা আছিল।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, তিন কিশোরী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।’