বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ হারানো নেতাদের কাছে ‘ভুল চিঠি’, আ. লীগের সভা স্থগিত

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ২০:৩৭

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিক বলেন, ‘রোববারের সভায় উপস্থিত থাকার জন্য ভুলবশত সদরের নওয়াব আলী, পাংশা উপজেলার মোহাম্মদ ওদুস হোসেন ও বালিয়াকান্দি উপজেলার সাধন বিশ্বাসকে চিঠি দেয়া হয়। সভা শুরুর আগে এই পদ হারানো নেতারা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এ কারণে সভাটি স্থগিত করা হয়।’

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের পদ হারানো নেতাদের কাছে ভুল করে সভার চিঠি চলে যাওয়ায় স্থগিত করা হয়েছে কার্যনির্বাহী মাসিক সভা।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার বেলা ১১টার দিকে সভা শুরুর আগেই তা স্থগিত করা হয়।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিক জানান, ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এই জরুরি সভা ডাকা হয়েছিল। সভায় আমন্ত্রণের চিঠি ভুল করে দলের পদ হারানো নেতাদের কাছেও পাঠানো হয়। স্থানীয় সরকার নির্বাচনের সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্র থেকে এসব নেতার দলীয় পদ বাতিল করা হয়। তারা এখন শুধু সদস্য পদে আছেন।

তিনি বলেন, ‘রোববারের সভায় উপস্থিত থাকার জন্য ভুলবশত সদরের নওয়াব আলী, পাংশা উপজেলার মোহাম্মদ ওদুস হোসেন ও বালিয়াকান্দি উপজেলার সাধন বিশ্বাসকে চিঠি দেয়া হয়। সভা শুরুর আগে তারা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এ কারণে সভাটি স্থগিত করা হয়।’

স্থগিত কার্যনির্বাহী মাসিক সভা তিন দিন পর অনুষ্ঠিত হবে বলে জানান মো. শফিক।

এ বিভাগের আরো খবর