ঢাকার ধামরাইয়ে বিলে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার রূপনগরের বাড়িগাঁও এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত কলেজছাত্রের নাম রাফি আহমেদ। তার বয়স ১৯ বছর। নটর ডেম কলেজের ছাত্র রাফি সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা নিউজবাংলাকে জানান, দুপুরে রূপনগর এলাকায় বেড়াতে যায় রাফিসহ পাঁচ বন্ধু। সেখানে বিলের পানিতে গোসল করছিল তারা। একপর্যায়ে পানির স্রোতে ভেসে যায় রাফি।
তখন দ্রুত খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। তাদের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের এক ঘণ্টা পর পানির নিচ থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।