বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সারা দিন বিক্ষোভের পর কাজে ফিরলেন শ্রমিকরা

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৩

চলতি মাসেই ভোমরা বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে আশ্বাস দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এই শর্তে শ্রমিকরা শনিবার সন্ধ্যায় কর্মস্থলে ফেরেন।

সারা দিন বিক্ষোভের পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের শ্রমিকরা কাজে ফিরেছেন।

শ্রমিকদের দাবির বিষয়ে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।

চলতি মাসেই বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে আশ্বাস দেন সংসদ সদস্য রবি। এই শর্তে শ্রমিকরা শনিবার সন্ধ্যায় কর্মস্থলে ফেরেন।

এ সময় সাংসদের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনার রশিদসহ অনেকে।

এর আগে বেলা ১১টা থেকে শ্রমিক আন্দোলনে অচল হয়ে পড়ে ভোমরা স্থলবন্দর।

বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের পকেট কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন সদস্যরা। বিক্ষোভ থামাতে পুলিশের ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ করেন শ্রমিকরা। এতে আরও ক্ষুব্ধ হয়ে তারা বন্দর অচল করে সড়ক অবরোধ করেন।

তবে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

বেলা ১১টার দিকে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। বেলা ২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভোটের মাধ্যমে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ভোমরা স্থলবন্দর অচল রাখার ঘোষণা দেন শ্রমিকরা।

ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শাখা-১১৫৫-এর চলমান কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, ভোমরা স্থলবন্দরে চারটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে প্রায় পাঁচ হাজার সদস্য রয়েছেন। ১১৫৫ ও ১১৫৯ কমিটির নতুন নির্বাচন-প্রক্রিয়া শুরু হলে তফসিল ঘোষণার আগেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের খুলনা শাখা (জেডিএল) গত ৬ জুলাই ১৩ সদস্যের দুটি পকেট কমিটি মনোনয়ন দেয়।

তিনি জানান, এ-সংক্রান্ত চিঠি ৮ সেপ্টেম্বর তাদের নজরে আসে। বিষয়টি জানাজানি হওয়ার পর শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জেডিএলএর পকেট কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে শনিবার বেলা ১১টার দিকে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৯ শাখার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা বন্দরে আমদানি করা ভারতীয় পণ্য খালাস করা বন্ধ করে দেন।

ইউনিয়ন নেতা তরিকুল জানান, বিরোধ নিষ্পত্তির জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট ভবনে বেলা ১১টার দিকে তাদের ডাকা হয়। সেখানে নির্বাচন ছাড়াই জেডিএল মনোনীত ১১৫৫ ও ১১৫৯ ইউনিয়নের মনগড়া কমিটির কাগজপত্রে জোর করে সই নেয়ার চেষ্টা করা হয়।

তিনি বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে জোর করে সই নেয়ার চেষ্টায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বেলা ২টার দিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ শ্রমিকদের তাড়া করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়। শ্রমিকরা ভোমরা প্রধান সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তারা রাস্তার ওপর হাঁড়ি-পাতিল নিয়ে রান্না শুরু করেন।’

নির্বাচনের মাধ্যমে কমিটি না হওয়া পর্যন্ত ভোমরা স্থলবন্দর অচল রাখার ঘোষণা দেন শ্রমিকনেতা তরিকুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, ফাঁকা গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

এ বিভাগের আরো খবর