লক্ষ্মীপুরের রামগতিতে মা ও দুই মেয়ে নিখোঁজের দুই দিন পার হলেও সন্ধান মেলেনি তাদের। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশে বের হয়ে তারা নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মারজাহান বেগম ও তার দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া ও বিবি ফাতেমা।
মারজানার স্বামী হেলাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামদয়াল বাজারে আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমিতে যাওয়ার জন্য দুই মেয়েকে নিয়ে বের হন আমার স্ত্রী। ওই দিন আমার বড় মেয়ের (সামিয়া) পরীক্ষা ছিল। তবে, তারা স্কুলে যাননি বলে শিক্ষিকা নিশ্চিত করেন।’
শিক্ষিকা শিলা আক্তার বলেন, ‘করোনায় স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল। তবে, গত ১৫ দিন ধরে স্কুলের কার্যক্রম চলছিল। সামিয়া প্রতিদিন স্কুলে আসলেও ওইদিন সে আসেনি।’
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান নিউজবাংলাকে জানান, নিখোঁজের ঘটনায় হেলাল উদ্দিন শুক্রবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজের পেছনে কে বা কারা জড়িত রয়েছে ও তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।