বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভিসার মেয়াদ শেষ হচ্ছে, কবে টিকা পাব জানি না’

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০৫

কামরুজ্জামান আরও বলেন, ‘এখনও আমরা টিকার প্রথম ডোজ পাইনি। অন্যদিকে আমাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। কবে আমরা টিকা পাব সেই বিষয়টা নিশ্চিত না। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়া হয়েছে।

এসএমএস পেয়ে নির্দিষ্ট তারিখে টিকা নিতে গেলেও না পাওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, নির্দিষ্ট তারিখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে গেলে বলা হয় টিকা নেই।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার আয়োজিত এক মানববন্ধন থেকে এই অভিযোগ করেন প্রবাসীরা।

মানববন্ধনে সুনামগঞ্জ থেকে আসা সৌদি প্রবাসী কামরুজ্জামান বলেন, ‘এসএমএসের মাধ্যমে আমাদের জানানো হয়েছে ৯ সেপ্টেম্বর টিকা দেয়া হবে। তাই সুনামগঞ্জ থেকে ঢাকা মেডিক্যালের টিকাদান কেন্দ্রে আসি। সেখানে আমাদের সবাইকে সিরিয়ালে দাঁড়াতে বলে। সাড়ে ১০টার দিকে আনসার সদস্যরা জানায়, আমাদের দেয়া টিকাগুলো এখনো কেন্দ্রে এসে পৌঁছায়নি।’

টিকাগুলো ১১ সেপ্টেম্বর দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা অনেক দূর থেকে এসেছি, এমন অনুরোধ করলেও তারা বলে আমাদের কাছে দেয়ার মতো কোনো টিকা নেই। যার ফলে টিকা দিতে পারছি না। আপনারা সবাই শনিবারে আসেন। সে মোতাবেক আজ সকালে টিকার জন্য লাইনে দাঁড়ালে সেখান থেকে জানানো হয় আমাদের জন্য টিকা নেই।’

কামরুজ্জামান আরও বলেন, ‘এখনও আমরা টিকার প্রথম ডোজ পাইনি। অন্যদিকে আমাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। কবে আমরা টিকা পাব সেই বিষয়টা নিশ্চিত না। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়া হয়েছে।

‘তারা আমাদের কথার কোনো মূল্যই দেয়নি। কারও রেজিস্ট্রেশন করার দেড় মাস পরে, আবার কারও ২০ দিন পরে টিকা দেয়ার ডেট এসেছে। কিন্তু তারপর থেকে কেন্দ্রে এসে দেখলাম আমাদের টিকা দেয়া হচ্ছে না।’

মানববন্ধনে প্রবাসী দাবি জানান, অতি দ্রুত তাদের টিকা দেয়া হোক। তাদের যেন আর কোনো হয়রানি না করা হয়। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে চরফ্যাশন থেকে আসা সৌদি প্রবাসী মো. আলাউদ্দিন, রাজবাড়ী থেকে আসা সিঙ্গাপুর প্রবাসী জিতু আহসানসহ প্রায় অর্ধ শত প্রবাসী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর