ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিক্ষার্থী রাফিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাফিউল পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে শুক্রবার বিকেলের দিক নিখোঁজ হয়। শনিবার সকালে বংশী নদীর হাজীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, নিজস্ব ডুবুরি ইউনিট না থাকায় ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা নিউজবাংলাকে বলেন, ‘সকাল ৭টার দিকে হেডকোয়ার্টার থেকে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। সকাল ৯টার দিকে বংশী নদীতে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে মরদেহ পাওয়া যায়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’