চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম মালেকা খাতুন। তিনি আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর অসুস্থ হয়ে তিনি ভর্তি হন। তিনি মানসিক ভারসাম্যহীন। শারীরিক কিছু জটিলতাও ছিল দীর্ঘদিন ধরে। হাসপাতালে রাতে তিনি একাই থাকতেন।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টয়লেটে যান মালেকা। ঘণ্টাখানেক পর আরেক রোগী টয়লেটে গিয়ে তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে কর্তৃপক্ষকে জানালে দরজা ভেঙে পাওয়া যায় মালেকার ঝুলন্ত দেহ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ বলেন, 'বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেছি। আসলে মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।'
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।