বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হারানো বিড়াল খুঁজে দিলেই পুরস্কার

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৩৯

বিভিন্ন জায়গায় খোঁজ করেও বেড়ালটিকে পাওয়া যায়নি। ‘হলুদভাই’কে হারিয়ে পরিবারের সবার ভীষণ মন খারাপ। বিশেষ করে ছোটরা খুব ভেঙে পড়েছে।

হারিয়ে যাওয়া প্রিয় বিড়ালকে খুঁজে দিতে পারলে নগদ ২ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে পোস্টার ছাপিয়েছে পশ্চিমবঙ্গের রায় পরিবার। বিড়ালটির গায়ে ডোরাকাটা দাগ, নাম ‘হলুদভাই’।

ব্যবসায়ী তাপস রায়ের বাড়ি হাওড়া জেলার উত্তর বাকসাড়া এলাকায়। তার স্ত্রী শুক্লা রায় ও কন্যা নবনীতা।

তিন বছর আগে ঝড় বৃষ্টির এক রাতে তাপসের বাড়ির দরজায় একটি বিড়াল কাঁদছিল। দরজা খুলে তার স্ত্রী ও কন্যা দেখেন, বৃষ্টিতে ভিজে একসার বিড়ালটি ঠকঠক করে কাঁপছে। এরপর পরম যত্নে বিড়ালটিকে ঘরে নিয়ে গরম দুধ খাইয়ে ধাতস্ত করেন পরিবারের সদস্যরা।

সেই থেকে বিড়ালটি রায় পরিবারের একজন সদস্য। নাম রাখা হয় ‘ঘন্টি’। কিছুদিন পর বিড়ালটি চারটি বাচ্চার জন্ম দেয়। এদেরই একজন ‘হলুদভাই’। যাকে গত ১৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রিয় বিড়ালের পোস্টারের সামনে নবনীতা

শুক্লাদেবী জানান, বিভিন্ন জায়গায় খোঁজ করেও লাভ হয়নি। ‘হলুদভাই’কে হারিয়ে পরিবারের সবার ভীষণ মন খারাপ। বিশেষ করে ছোটরা খুব ভেঙে পড়েছে।

তাই বাড়ির এই ছোট্ট সদস্যকে খুঁজে পেতে নগদ ২ হাজার টাকা পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত হয়।

কাঁদো কাঁদো নবনীতা বলেন, ‘শরীরে সাদার ওপর হলুদ ডোরাকাটা দাগ রয়েছে। তাই ওর নাম দিয়েছি হলুদভাই। ও সবার খুব প্রিয়। প্রতিদিন ভোর বেলা ঘুম ভাঙাতো।’

বিড়ালের প্রতি এই ভালোবাসার ব্যাকুলতা নজর কেড়েছে হাওড়াবাসীর।

এ বিভাগের আরো খবর