রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তির হুমকিতে থাকা ১১ কেজি ওজনের ঢাই মাছ।
ফেরিঘাটে আনা হলে এটি বিক্রি হয় ৩৪ হাজার ১০০ টাকায়।
এই মাছের নাম আছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইউসিএন) লাল তালিকায়। এর বৈজ্ঞানিক নাম Silonia Silondia। শিলং নামেও পরিচিত দুষ্প্রাপ্য মাছটি।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, রাম হালদার নামের এক জেলের জালে সকালে ধরা পড়ে ঢাই মাছটি। সেটি ফেরিঘাটের মোহন মণ্ডলের আড়তে নিলামে তোলা হয়।
শাজাহান ওই মাছটি কেজিপ্রতি ৩ হাজার ১০০ টাকা দরে ৩৪ হাজার ১০০ টাকায় কিনে ৩৫ হাজার ২০০ টাকায় রাজধানীর এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
ফেরিঘাটের মাছ ব্যবসায়ীরা জানান, ঢাই মাছ দেখতে অনেকটা পাঙাশ মাছের মতো; খেতেও বেশ সুস্বাদ। এটি সহজে পাওয়া যায় না।