বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানির নিচে ফসলি জমি, কৃষকের মাথায় হাত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৫

শিবচর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় ৬৪৯ হেক্টর জমির রোপা আমন, ৬৯৩ হেক্টর জমির বোনা আমন ও ৫৩ হেক্টর জমির শাকসবজি পানিতে তলিয়ে যাওয়ায় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

টানা কয়েক দিন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা ও আড়িয়াল খাঁ বেষ্টিত মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তবে শুক্রবার থেকে এসব এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আড়িয়াল খাঁ ও পদ্মায় পানি এখনও বিপৎসীমার উপরে থাকায় শিবচর উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল পানির নিচে রয়েছে। প্রায় ৭০ বিঘা ফসলি জমি নদে বিলীন হয়েছে গত এক সপ্তাহে।

শিবচর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় ৬৪৯ হেক্টর জমির রোপা আমন, ৬৯৩ হেক্টর জমির বোনা আমন ও ৫৩ হেক্টর জমির শাকসবজি পানিতে তলিয়ে যাওয়ায় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সন্ন্যাসীরচর এলাকার কৃষক রব মাতবর এবার চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ভালো ফলনের স্বপ্ন দেখলেও আকস্মিক প্লাবনে তার জমির সব ধান তলিয়ে গেছে।

উমেদপুরের কৃষক হুমায়ুন মৃধার ২ বিঘা জমির লাল শাক তলিয়ে গেছে পানির নিচে। একই এলাকার কৃষক রওশন ঘরামী নিউজবাংলাকে বলেন, ‘কৃষি অফিসারদের পরামর্শে এবার ৩ বিঘা জমিতে উন্নত জাতের (হাইব্রিড শাহী পেঁপে) চারা রোপন করেছিলাম।মাত্র ফল আসতে শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে বন্যা সব শেষ করে দেবে।’

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় জানান, বন্যার পানিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক কৃষক। উপজেলায় আনুমানিক ১ হাজার ৪০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। ধান ও শাকসবজির জমি বন্যার পানিতে ডুবে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘বন্যায় ফসলি জমির ক্ষতি হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবচরে বন্যাকবলিত এলাকায় উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেয়া হয়েছে।’

জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মার পানিতে শিবচর উপজেলার নিম্নাঞ্চলে ঘরবাড়ি, ফসলি জমিসহ অনেক গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রিতম সাহা বলেন, ‘মাদারীপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। শুক্রবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। বর্তমানে শিবচরের চরাঞ্চলে নদীর পানি বিপদসীমার দেড় ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পানি কমতে থাকবে।’

এ বিভাগের আরো খবর