ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে পড়ে রাফিউল ইসলাম নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত ১২টায় ধামরাই ফায়ার সার্ভিস নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে।এর আগে বিকেলে রাফিউল বাবা-মায়ের সঙ্গে বেড়াতে বের হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।রাফিউল ধামরাই পৌর এলাকার বরাতনগরের মো. মনিরুজ্জামানের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ধামরাইয়ের হাজীপাড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে বংশী নদীতে পড়ে নিখোঁজ হয় রাফিউল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা নিউজবাংলাকে বলেন, ‘আমাদের এখানে ডুবুরি ইউনিট নাই। প্রয়োজনে ঢাকা থেকে ডুবুরি ইউনিট আসে। এ ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ নেই। হেডকোয়ার্টারে ঘটনা জানিয়েছি। ওনারা জানিয়েছেন, তাদের ডুবুরি ইউনিট অন্য জায়গায় কাজ করেছে। ওই কাজ শেষ না হওয়ায় রাত ১০টার দিকেও তারা সেখানে অবস্থান করেন।’
তিনি আরও বলেন, ‘সবশেষ হেডকোয়ার্টার থেকে জানতে পেরেছি, ভোরে ডুবুরি দল এখানে উদ্ধারকাজে চলে আসবে। ৬টা নাগাদ আসবেন তারা।’