বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশা‌লে তিন এলাকায় হর্ন নিষিদ্ধ

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৫৭

বৃহস্পতিবার ‘নীরব এলাকা’ ঘোষণার পর সচেতনতার জন্য প্রচার চালায় পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা তথ্য অফিস।

বরিশাল নগরীর তিন জায়গায় হর্ন নিষিদ্ধ করে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।

নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনা‌রেল হাসপাতাল ও শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় এলাকা নীরব এলাকার আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। নগরীর ওই তিন এলাকাসহ বিভিন্ন জায়গায় এ বিষয়ে সচেতনতা এবং শব্দ দূষণরোধে প্রচার চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা তথ্য অফিস।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এ তিন এলাকায় প্রচার চালানো হয়।

বরিশাল জেলা তথ্য অফিসের এ প্রচারে স্থানীয়দের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে নীরব এলাকায় হর্ন ও উচ্চস্বরে মাইক না বাজানোর বিষয়ে সচেতন করা হয়।

প্রচারে অংশ নেয়া বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সমন্বয়কারী রফিকুল আলম নিউজবাংলাকে বলেন, ‘প্রথম পর্যায়ে সবাইকে সচেতন করার জন্য প্রচার চালানো হচ্ছে। দ্বিতীয় ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে যাবে।’

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, ওই তিন এলাকায় যদি কেউ আইন অমান্য করলে একমাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

এ বিভাগের আরো খবর