রাজধানীর পূর্ব মানিকনগরে একটি বাসার ছাদ থেকে পড়ে আনোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পূর্ব মানিকনগরের ১ নম্বর গলিতে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী আনোয়ার হোসেন পেশায় রিকশাচালক।
তার ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা দুই ভাই রিকশা চালাই। বিকেলের দিকে আনোয়ার একটি চারতলা বাসার ছাদে গিয়েছিল। সেখান থেকে নিচে পড়ে যায়।
‘আহতাবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রিকশাচালক আনোয়ারের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়। ঢাকায় পূর্ব মানিকনগরে ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিকেলে চারতলার ছাদে গাঁজা সেবনের সময় যুবক নিচে পড়ে যান বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’