বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাবি শিক্ষার্থীকে মেস মালিকের ‘মারধর’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি আসার আগেই মেস মালিক পালিয়ে যান। মতিহার থানায় কল দিলে ওসি আনোয়ার আলী এসে মারধরের শিকার শিক্ষার্থীর বক্তব্য শোনেন। আমরা চেষ্টা করছি মেস মালিককে থানায় ডেকে ঘটনার সমাধানের।’

মেসের সিট পরিবর্তন না করায় মেস মালিকের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রকিবুল ইসলাম রাকিবকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর থেকে মেসের মালিক মো. সুজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে মতিহার থানার বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার সুজন ম্যানশন নামের মেসে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

রকিবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রকিবুলের সহপাঠীরা জানান, মেসের সিট পরিবর্তন না করার জেরে রকিবুলকে কিল-ঘুষি মারেন মেস মালিক সুজন। তারা (সহপাঠি) ঘটনাস্থলে এসে মেস মালিকের বিরুদ্ধ বিক্ষোভ শুরু করেন। পরে ওই মেসে যান রাবি প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী ও মতিহার থানা পুলিশ।

রকিবুল নিউজবাংলাকে বলেন, ‘আমাদের বিভাগের পরীক্ষার জন্য কয়েকদিন আগে মেস মালিক সুজনকে ফোন দিয়ে ১০১ নম্বর সিট দুই মাসের জন্য বুকিং দেই। বুধবার জানতে পারি আরেকজনের নামে আমার রুমটি বুকিং দিয়েছেন সুজন। বৃহস্পতিবার সুজন এসে আমাকে ১০৩ নম্বর রুমে যেতে বলেন। আমার পরীক্ষা থাকায় আমি রুমটি পরিবর্তন না করার কথা জানাই।’

রকিব বলেন, ‘হঠাৎ আজ (শুক্রবার) বিকেলে সুজন আবার এসে আমাকে রুম ছাড়তে বলেন। আমি তাকে আবার পরীক্ষার কথা জানাই। তাকে বলি, যার নামে রুম বুক তাকে অন্য রুমে রাখতে। সুজন তখনই আমাকে রুম ছেড়ে চলে যেতে বলেন। আমি তখন রুমের টাকা ফেরত চাই। এ সময় তিনি আমাকে কিল-ঘুষি মারা শুরু করেন। আমার মুখে ও পিঠে মারা হয়।’

অভিযোগের বিষয়ে জানতে মেস মালিক সুজনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ধরেননি।

প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি আসার আগেই মেস মালিক পালিয়ে যান। মতিহার থানায় কল দিলে ওসি আনোয়ার আলী এসে মারধরের শিকার শিক্ষার্থীর বক্তব্য শোনেন। আমরা চেষ্টা করছি মেস মালিককে থানায় ডেকে ঘটনার সমাধানের।’

এ বিষয়ে মতিহার থানার ওসি আনোয়ার আলী বলেন, ‘বিষয়টি দেখছি। মেস মালিককে পাওয়া গেলে সমাধানের চেষ্টা করা হবে। তিনি অপরাধ করলে অবশ্যই শাস্তি পাবেন।’

এ বিভাগের আরো খবর