রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সুমন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ভবনে শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখানে তৃতীয় তলায় থাই গ্লাস লাগানোর কাজ করছিলেন মিস্ত্রি সুমন।
তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পারভেজ নামের একব্যক্তি। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন।
পারভেজ নিউজবাংলাকে জানান, সুমনের বাড়ি কিশোরগঞ্জ সদর থানার পারদা গাবতলীতে। ঢাকায় যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন। থাই গ্লাস লাগানোর কাজ করতে সুমন গিয়েছিলেন এলিফ্যান্ট রোডে। বেলা সাড়ে বারোটার দিকে একটি বাসায় কাজ করার সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।