রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে পার্কমোড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল ৫টার দিকে তারা সড়কে অবস্থান নেন। প্রশাসনের অনুরোধ সন্ধ্যা ৬ টার দিকে অবরোধ তুলে নেন তারা।
শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে ঢাকার সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রামের যোগাযোগ ১ ঘণ্টা বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা।
শিক্ষকের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বাদী হয়ে শুক্রবার বিকেলে মেট্রোপলিটন তাজহাট থানায় দুটি অভিযোগ করেছেন। তাতে তিনি কারও নাম উল্লেখ করেননি।
পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রিফাত হোসেন আলফি নামে এক যুবককে আটক করেছে। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশরতপুর এলাকা।
অবরোধে অংশ নেয়া রাজিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের নিরাপত্তা নেই। বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের বন্ধুর ওপর আঘাত এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের আরেক শিক্ষকের ওপর হামলা হয়েছে। আমরা অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান বলেন, ‘আমরা মনে করি এটি পরিকল্পিত। দেশের শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। আমরা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘আমরা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন অপরাধীদের গ্রেপ্তার করা হবে। শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা চেয়ে সড়ক অবরোধ করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এসে তাদের সঙ্গে কথা বলেছেন। পরে তারা অপরোধ তুলে নেন।’
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী আহত হবার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম দুটি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত শুরু করে দিয়েছি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের অবশ্যই খুঁজে বের করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু শুক্রবার ভোরে হাঁটতে বের হবার পর দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তাকে কুপিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ছাড়াও ওই দিন রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। তাকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।