বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আজমিরীগঞ্জে বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২১

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজন প্রশাসনের নজর এড়াতে ওই ছাত্রীর সনদ জালিয়াতি করে বয়স বাড়িয়েছিল। তার প্রকৃত বয়স ১৩ বছর ৬ মাস ২১ দিন। ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে তার ভাইকে জরিমানা করা হয়েছে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক ছাত্রী। জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে বিয়ের আয়োজন করেছিল পরিবার।

ফতেমার গ্রামে শুক্রবার দুপুরে বিয়ে বাড়িতে অভিযান চালান আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

এ সময় কনের বড় ভাইকে ৫ হাজার জরিমানা করা হয়। একই সঙ্গে মুচলেকা নেয়া হয়, ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে না দেয়ার।

স্থানীয় মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর গায়ে হলুদ বৃহস্পতিবার রাতে হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজন প্রশাসনের নজর এড়াতে ওই ছাত্রীর সনদ জালিয়াতি করে বয়স বাড়িয়েছিল। তার প্রকৃত বয়স ১৩ বছর ৬ মাস ২১ দিন। ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে তার ভাইকে জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর