রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত হাসান নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় গাড়ির চালক মো. শাকিলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার দুপুরে প্রাইভেটকারচালক শাকিলকে আটকের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) রায়হান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারচালক শাকিলকে আটক করা হয়েছে। গতকাল রাতে গাড়িটি জব্দ করা হয়েছিল। থানায় মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে আমাদের মিডিয়া সেন্টার থেকে বিস্তারিত জানানো হবে।’
শিক্ষার্থী নিহতের ঘটনার তার সহপাঠীরা ওই এলাকার সড়কে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেয়।