ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
কিশোরগঞ্জের মিঠামইনের হাওর দেখতে যাওয়ার সময় শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার সজিব মিয়া ও একই এলাকার আব্দুস সোবহান।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।
তিনি জানান, শুক্রবার সকালে ছয়জন তিনটি মোটরসাইকেলে নেত্রকোণার বিরিশিরি থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। নান্দাইলের চামটা বাসস্ট্যান্ড এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সজিব মিয়া নামে একজন মারা যান।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে গুরুতর আহত সোবহানকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।