ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার সীমন্তবর্তী মাটিলা গ্রামের একটি মাঠ থেকে শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়।
নিউজবাংলাকে এসব তথ্য জানান খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে আসছেন। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ঝিনাইদহের সীমান্তবর্তী মাটিলা গ্রামের একটি মাঠ থেকে নারী ও শিশুসহ চারজনকে আটক করা হয়।
এরপর সকালে মহেশপুর থানায় বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করে হস্তান্তর করে। পুলিশ তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।