রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত শিক্ষকের নাম মনিরুজ্জামান মজনু। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষক মনিরুজ্জামান মজনু ভোরে লালবাগ এলাকায় হাঁটতে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে মজনু বিশ্ববিদ্যালয়ে ফোন দিয়ে জানালে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
এদিকে শুক্রবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা চালায় ছিনতাইকারীরা।
হামলার শিকার পরাগ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী।
আহত পরাগ জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে পার্কের মোড় পারকভিউ ছাত্রাবাস থেকে তিনি সরদারপাড়ায় বন্ধুর ছাত্রাবাসে যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের পূর্ব পাশে মর্ডান মোড় থেকে তিনজন এসে তার রাস্তা আটকায়। পরে তার কাছ থেকে মোবাইল ফোন চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
এ সময় ছিনতাইকারীরা একটি চাপাতি দিয়ে পরাগের ডান হাতে কোপ দিয়ে ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, এখনও বিষয়টি নিয়ে তাদের কেউ অভিযোগ করেননি। তবে অপরাধীদের আটকে অভিযান চলছে।