করোনাকালীন শিক্ষার্থীদের আবাসিক হল ফি ও পরিবহন ফি মওকুফ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবনে অনুষ্ঠিত ৫০৬তম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হল ও পরিবহন ফি মওকুফের বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। তাদের আবেদন বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ২০২০ সালের এপ্রিল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৮ মাসের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। এরই মধ্যে যেসব শিক্ষার্থীর কাছ থেকে এ দুটি খাতে (হল ও পরিবহন) অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে বলেও তিনি জানান।