বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উজানে ফিরলেন হাসান আজিজুল হক

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:২৬

হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান জানান, তার বাবা বাড়িতে ভালোই আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন। আগেই উনার খাওয়া কমে গিয়েছিল। উনাকে এখন নিয়ম ধরে আর খাওয়ানোর কিছু নাই, যখন ক্ষুধা লাগবে তখনই খাওয়াতে হবে। ডাক্তাররা বলেছেন, খেয়াল রাখতে হবে যাতে উনার সুগার লেভেলটা ঠিক থাকে।

প্রিয় বাড়ি ‘উজানে’ ফিরলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ঢাকায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

১৯ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এর নিজ বাড়ি ‘উজানে’। এর আগে বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বাড়ি ফেরার অনুমতি দেয়।

হাসান আজিজুল হকের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক ইমতিয়াজ হাসান জানান, তার বাবা বাড়িতে ভালোই আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন। আগেই উনার খাওয়া কমে গিয়েছিল। উনাকে এখন নিয়ম ধরে আর খাওয়ানোর কিছু নাই, যখন ক্ষুধা লাগবে তখনই খাওয়াতে হবে। ডাক্তাররা বলেছেন, খেয়াল রাখতে হবে যাতে উনার সুগার লেভেলটা ঠিক থাকে।

অধ্যাপক ইমতিয়াজ হাসান বলেন, যেসব বড় ধরনের জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন, তা কেটে গেছে। বর্তমানে যে ধরনের ছোটখাটো শারীরিক সমস্যা রয়েছে, তা বাড়ি থেকেই চিকিৎসা চালানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাই তাকে বাড়িতে নেয়া হয়েছে। তারা আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ফিরেছেন। সন্ধ্যায় তারা বাসায় পৌঁছেন।

এর আগে গত ২১ আগস্ট হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। গুনী এই লেখককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেই দিন রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

তাকে এই হাসপাতালে আনার পরদিন ২২ আগস্ট বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাতকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলে।

১৬ আগস্ট এই লেখকের ছেলে অধ্যাপক ইমতিয়াজ হাসান এক ফেসবুক স্ট্যাটাসে তার বাবার গুরুতর অসুস্থতার কথা জানান। ওই দিন বাবা হাসান আজিজুল হককে নিয়ে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দেন ইমতিয়াজ হাসান।

সেখানে তিনি লেখেন, ‘আব্বা বয়সের ভারে শ্রবণশক্তি হারিয়েছেন অনেকটা, মনটা এলোমেলো হয়ে গিয়েছে একটু। আড়ালেও কি চলে যাচ্ছেন ধীরে ধীরে? গত এক মাস যাবৎ তিনি ভীষণ অসুস্থ, ছোট একটি শিশুর মতোই আমাদের ওনার পরিচর্যা করতে হয়। পরিবারের মানুষ আর গুটিকয়েক শুভানুধ্যায়ী ছাড়া আর কেউ সে কথা জানেন না। অনেকেই হয়তো মন চাইলেও তার খবর নিতে পারেননি বা যোগাযোগ করতে পারছেন না। সে জন্যই এটুকু লেখা। আপনাদের দোয়ায়, প্রার্থনায় তাকে রাখবেন।’

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত টানা ৩১ বছর অধ্যাপনা করেন।

এ বিভাগের আরো খবর