বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় স্বামী

  •    
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫০

পঞ্চগড় সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা জানান, বৃহস্পতিবার সকালে আয়েশা ও মাহবুবের কোনো সাড়া না পেয়ে মর্জিনা নামের আরেক ভাড়াটে তাদের ডাকতে যান। ঘরের জানালা দিয়ে মর্জিনা ফ্যানের সঙ্গে আয়েশার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তখনও বিছানায় ঘুমাচ্ছিলেন মাহবুব।

পঞ্চগড় শহরের একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শহরের রৌশনাবাগ এলাকার বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা।

মৃত গৃহবধূর নাম আয়েশা আক্তার। তিনি পঞ্চগড় শহরের তুলারডাঙ্গা এলাকার মাহবুব হোসেনের স্ত্রী এবং সদর ইউনিয়নের ব্যারিস্টার বাজার এলাকার বাবুল হোসেনের মেয়ে।

ওসি আবদুল লতিফ জানান, ছয় মাস আগে মাহবুবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আয়েশার। বিয়ের পর থেকেই তারা ভাড়া বাড়িতে থাকতেন। ১ সেপ্টেম্বর তারা রৌশনাবাগ এলাকার ওই ভাড়া বাড়িতে ওঠেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি আরও জানান, বৃহস্পতিবার সকালে আয়েশা ও মাহবুবের কোনো সাড়া না পেয়ে মর্জিনা নামের আরেক ভাড়াটে তাদের ডাকতে যান। ঘরের জানালা দিয়ে মর্জিনা আয়েশার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তখনও বিছানায় ঘুমাচ্ছিলেন মাহবুব। পরে মর্জিনা বাড়ির মালিক সুলতানাকে ডাকেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মাহবুবকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর