ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলার মুখ্য বিচারিক হাকিম আদালত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অষ্টম শ্রেণির ওই ছাত্রী ওই শিক্ষকের বাড়িতে পড়তে যেত। গত ৭ আগস্ট তার বাড়িতে কেউ ছিল না। এ সময় তিনি মেয়েটিকে ধর্ষণ করেন ও ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান।
মেয়েটি এ ঘটনার পর পড়তে যাওয়া বন্ধ করে দেয়। মঙ্গলবার রাতে সে তার মাকে ঘটনাটি জানালে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার বাবা ভালুকা থানায় ধর্ষণ মামলা করেন।
এরপর বুধবার রাত ১০টার দিকে ওই শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেয়েটির ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।