সিলেটে দুই নারীকে কুপিয়ে হত্যায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মখলিছের স্ত্রী রাহেলা বেগমকে এ ঘটনায় তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) নিজাম উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের মালেকা বেগম ও হাসিনা বেগমের সঙ্গে একই এলাকার মখলিছের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০১৪ সালের ২৫ এপ্রিল মখলিছ দুজনকে কুপিয়ে হত্যা করেন। তাকে সহযোগিতা করেন স্ত্রী রাহেলা বেগম।
এ ঘটনায় হাসিনার ছেলে আব্দুস সবুর চারজনের নামে গোয়াইনঘাট থানায় মামলা করেন। মামলার পরই গ্রেপ্তার করা হয় মখলিছ ও রাহেলাকে।
গোয়াইনঘাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ২০১৬ সালের ১৩ এপ্রিল দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৯ জনের সাক্ষ্য নিয়ে বৃহস্পতিবার এ রায় দেয়।