বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জীবদ্দশায় বেনাভোলেন্ট ফান্ড চেয়ে আইনজীবীর রিট

  •    
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪১

রিটকারি আইনজীবী বলেন, আইনজীবীদের আর্থিক সুবিধা দেয়ার জন্য প্রত্যেক বারের বেনাভোলেন্ট ফান্ড গঠন করা আছে। মৃত্যুর পর সেই ফান্ড থেকে আইনজীবীদেরকে অর্থ দেয়া হয়। এখন প্রশ্ন হলো মৃত্যুর পর বেনাভোলেন্ট ফান্ডের অর্থ দিয়ে কী হবে। অথচ জীবদ্দশায় একজন আইনজীবী অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। পরিবার পরিজন নিয়ে, না খেয়ে দিনাতিপাত করছেন।

আইনজীবীদের জন্য গঠন করা বেনাভোলেন্ট ফান্ড (কল্যাণ তহবিল) থেকে অর্থ জীবিত থাকা অবস্থায় প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে মরার পরে নয়, জীবিত থাকা অবস্থাতেই বেনাভোলেন্ট ফান্ড থেকে অর্থ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি চাওয়া হয়েছে।

রিটে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, আইন সচিব, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ দেশের সকল বারের সভাপতি সম্পাদককে বিবাদী করা হয়েছে।

রিটকারি আইনজীবী অশোক কুমার ঘোষ নিউজবাংলাকে বলেন, আইনজীবীদের আর্থিক সুবিধা দেয়ার জন্য প্রত্যেক বারের বেনাভোলেন্ট ফান্ড গঠন করা আছে। মৃত্যুর পর সেই ফান্ড থেকে আইনজীবীদেরকে অর্থ দেয়া হয়। এখন প্রশ্ন হলো মৃত্যুর পর বেনাভোলেন্ট ফান্ডের অর্থ দিয়ে কী হবে। অথচ জীবদ্দশায় একজন আইনজীবী অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। পরিবার পরিজন নিয়ে, না খেয়ে দিনাতিপাত করছেন।

‘মরার পর এই টাকা দিয়ে কী হবে। এই কারণে আমাদের আবেদন হচ্ছে জীবদ্দশায় যাতে বেনাভোলেন্ট অর্থ দেয়া হয়। এজন্য প্রয়োজনে বার কাউন্সিলের গঠনতন্ত্র সংশোধনের কথা বলেছি আমরা। এর আগে গত ১৬ জুন বার কাউন্সিলকে আইনি নোটিশ দিয়েছিলাম। নোটিশের কোনো জবাব না পাওয়ায় আমরা রিট দায়ের করেছি।’

রিটটি আগামী সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান রিটকারি আইনজীবী।

এ বিভাগের আরো খবর