বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু জ্বরে জবি শিক্ষার্থীর মৃত্যু

  •    
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১০

আল আমিনের সহপাঠীরা জানায়, কয়েকদিন ধরে সে অসুস্থ ছিল। শুরুতে বাসায় তার চিকিৎসা চলছিল। গতকাল ভোরে অবস্থা খারাপ হওয়ায়, হাসপাতালে নেয়া হচ্ছিল। পথেই সে মারা যায়। পরে জানা যায় সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজধানী মিরপুরের একটি মেসে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

মৃত ওই শিক্ষার্থীর নাম আল-আমিন লেবু। তিনি বাংলা বিভাগে ২০১৬-১৭ সেশনের (১২তম ব্যাচের) ছাত্র ছিলেন।

তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়।

আল-আমিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোস্তফা কামাল।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘মৃত্যুর খবরটি শুনেছি। সহকারী প্রক্টর সেখানে গিয়েছেন। মরদেহ বগুড়ায় তার গ্রামের বাড়িতে পাঠানো হবে। তার সহপাঠীরা মরদেহ নিয়ে যাবে।’

আল আমিনের সহপাঠীরা জানায়, কয়েকদিন ধরে সে অসুস্থ ছিল। শুরুতে বাসায় তার চিকিৎসা চলছিল। গতকাল ভোরে অবস্থা খারাপ হওয়ায়, হাসপাতালে নেয়া হচ্ছিল। পথেই সে মারা যায়। পরে জানা যায় সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমি বলেন, ‘আমি খুবই মর্মাহত। আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থী হারানো নিজের সন্তান হারানোর সমতুল্য। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন৷’

আল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এর আগে ১১ জুন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর শিক্ষার্থী রাহাত আরা মিমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

এ বিভাগের আরো খবর