গাজীপুরের শ্রীপুরে লরির চাপায় ফারুক হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ীর নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৩৫ বছর বয়সী ফারুক হোসেনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডুমনীকুড়া গ্রামে। তিনি শ্রীপুর পৌর এলাকার মাধখলা গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি অটোরিকশা চালাতেন।
আহতরা হলেন ফারুকের শাশুড়ি রমিজা খাতুন, তার শ্যালকের ছেলে মেহেদী, আরেক অটোরিকশাচালক বিল্লাল হোসেন, মো. ইসমাইল ও রেহেনা আক্তার।
নিহতের স্বজনরা জানান, ফারুক শাশুড়ি ও শ্যালকের ছেলেকে নিয়ে অসুস্থ শ্বশুরকে দেখতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তারা। এ সময় ময়মনসিংহগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ফারুক।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ক্রেনের সাহায্যে লরির নিচ থেকে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল আহসান বলেন, আহতদের মধ্যে রমিজা ও মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় লরিটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।