চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মাহবুবের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায়। আহতদের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সরোয়ার নিউজবাংলাকে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মেইল ট্রেন থেকে কয়েকজন তরুণের একটি দল সীতাকুণ্ড স্টেশনে নামে। তারা অসতর্কতাবশত পাশের রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়।
এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মাহাবুব। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত মাহবুবের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।