বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানপাতা খাচ্ছে মাজরা পোকা

  •    
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫১

কৃষক মানিক মিয়া বলেন, ‘আমি ৫০ বছর ধরে চাষ করে আসছি। এবার যেভাবে মাজরা ধরেছে, এমন কোনো দিন দেখিনি।’

আমনের ভরা মৌসুম এখন ঝিনাইদহে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, সেখানে এবার ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৬৭২ টন।

লক্ষ্যমাত্রা ছুঁতে কৃষকরা এখন ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত। তবে মাজরা পোকা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন, এবার এই পোকা কোনোভাবেই দমন করা যাচ্ছে না।

কৃষি বিভাগের কর্মকর্তাদের দাবি, মাত্র ৫৫ হেক্টর জমিতে মাজরা আক্রমণ করেছে। তবে সদরভিত্তিক কৃষকদের সংগঠন ‘স্বাধীন কৃষক সংগঠন’ এবং বিভিন্ন উপজেলার কৃষক ও স্থানীয় সংবাদকর্মীদের দাবি, অন্তত ১৫ হাজারের বেশি হেক্টর জমির ধান মাজরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানগাছ আবাদের কিছুদিনের মধ্যেই মাজরা পোকার আক্রমণ শুরু হয়েছে। এতে বেশির ভাগ ধানগাছের পাতা মরে হলুদ রং ধারণ করেছে। কোনো কোনো জমির ধানগাছ প্রায় পাতাশূন্য হয়ে মাটিতে মিশে যাচ্ছে। বারবার কীটনাশক দিয়েও সুফল মিলছে না।

শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের কৃষক সোহেল আহম্মেদ বলেন, ‘ধান লাগানোর পর যখন থেকে কুশি ছাড়া শুরু হয়েছে, তখন থেকেই মাজরা পোকা আক্রমণ শুরু করেছে।’

পাশের গ্রাম বাখরবার কৃষক মানিক মিয়া বলেন, ‘আমি ৫০ বছর ধরে চাষ করে আসছি। এবার যেভাবে মাজরা ধরেছে, এমন কোনো দিন দেখিনি। এরই মধ্যে তিনবার ওষুধ দিয়েছি, তারপরও কোনো কাজ হচ্ছে না।’

একই গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, মাজরা দমনে রাইটার, ভিরতাকো, বাতিল, সেলকোলনসহ নানা ওষুধ দেয়া হয়েছে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ধান শেষ হয়ে গেছে।

উপজেলার নবগ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমনের গাছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি মাজরা পোকার আক্রমণ হয়েছে এবার। ওষুধ বিক্রেতাদের পরামর্শে ফুরাডান, ভিরতাগো, আলটিমা প্লাস দিয়েও কোনো উপকার পাচ্ছি না। কৃষি অফিসের পক্ষ থেকেও কোনো পরামর্শ আমরা পাচ্ছি না।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘মাত্র ৫৫ হেক্টর জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। বিভিন্ন উপজেলায় বিক্ষিপ্তভাবে পোকার আক্রমণ হয়েছে। তবে তা নিয়ন্ত্রণের মধ্যে আছে।’

তিনি জানান, মাঠকর্মীরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তাদের লোকসান হবে না।

এ বিভাগের আরো খবর