র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান বৃহস্পতিবার সকালে নিউজবাংলাকে বলেন, ‘ভোর থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। র্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে।’
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান বৃহস্পতিবার সকালে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভোর থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। র্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে।’
অভিযানে র্যাব-২-এর দলের পাশাপাশি যুক্ত হয়েছে বোম ডিসপোজাল টিম, ফরেনসিক টিম, ইন্টেলিজেন্স টিম।