চুয়াডাঙ্গায় মেয়ের দাম্পত্য কলহ মেটাতে গিয়ে জামাইয়ের ছুরিকাঘাতে আহত হয়েছেন শ্বশুর-শাশুড়ি।
সদর উপজেলার জাফরপুর গ্রামে বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই উপজেলার হায়দারপুর গ্রামের আব্দুল মান্নান ও তার স্ত্রী রিক্তা খাতুন। তাদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রিক্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পর তাকে যশোর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আব্দুল মান্নান জানান, তার মেয়ে মিম খাতুনের সঙ্গে পাশের গ্রাম জাফরপুরের আরিফ হোসেনের বিয়ের পর থেকেই ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা চলছিল। কয়েক দিন আগে মেয়ে ও জামাইয়ের মধ্যে ফের ঝগড়া হয়। ওই সময় তার মেয়েকে মারধর করেন জামাই আরিফ।
তিনি আরও জানান, বিষয়টি জানতে পেয়ে মীমাংসার জন্য বুধবার বিকেলে আরিফের বাড়ি যান স্বামী-স্ত্রী। এ নিয়ে বসার একপর্যায়ে আরিফ ছুরি দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে অন্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে রিক্তা খাতুনকে যশোর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল মান্নানকে সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।