ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নৌকার ইঞ্জিনে চুল পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে তিতাস নদীতে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত কিশোরীর নাম নিপা আক্তার। ১৪ বছরের নিপা কুমিল্লা জেলার বাঙ্গরা থানার ফুলপুর গ্রামের বাছির মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজন জানান, কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে নিপার মামার বাড়ি। শুক্রবার তার মামাতো বোনের বিয়ে। এতে যোগ দিতে মঙ্গলবার মামার বাড়িতে আসে নিপা। বুধবার বিকেলে মামাতো ভাই-বোনদের নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় ভ্রমণে বের হয়।
প্রত্যক্ষদর্শী রাসেল জানান, নিপা বসে ছিল নৌকার ইঞ্জিনের পাশে। একপর্যায়ে সে দাঁড়াতে গিয়ে পা পিছলে ইঞ্জিনের ওপর পড়ে যায়। এ সময় নিপার চুল ইঞ্জিনে পেঁচিয়ে মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া নিউজবাংলাকে জানান, নৌকাভ্রমণের সময় দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।