অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন জয়পুরহাটের এক গৃহবধূ। মা ও নবজাতকরা সুস্থ আছে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে বুধবার দুপুর দেড়টায় তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন বিলকিস বেগম নামের গৃহবধূ। সন্তানদের মধ্যে ২ জন ছেলে, ১ জন মেয়ে।
একসঙ্গে তিন শিশুর জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।
হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. নুরুন নাহার নাজনীন বলেন, ‘এক মাস আগে বিলকিস বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে স্বাভাবিকভাবেই তার সন্তান প্রসব হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে।’
৩৫ বছরের গৃহবধূ বিলকিস বেগম সুস্থ তিন সন্তান জন্ম দিয়ে ভীষণ খুশি। তার স্বামী সাইফুল ইসলামও এ ঘটনায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
সাইফুল নিউজবাংলাকে বলেন, ‘তিন সন্তানসহ মা সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তানের বাবা-মা হয়ে আমাদের অনেক ভালো লাগছে। সবাই আমাদের সন্তানসহ পরিবারের জন্য দোয়া করবেন।’
সাইফুল ইসলামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার বড়থা গ্রামে। একসঙ্গে তিন সন্তান জন্মের ঘটনাতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন। করোনা সতর্কতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে শিশুদের কাছে যেতে অনুমতি দিচ্ছে না।