বরগুনায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উকিল বাড়ির পুকুর থেকে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হালিমা নামে আড়াই বছরের শিশুটি ওই বাড়ির সিদ্দিকুর রহমানের মেয়ে।
স্থানীয় কামাল বাবুর্চি জানান, দুপুর দেড়টার দিকে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে বরগুনা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা কে এম ডাক্তার মাজহারুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।