নরসিংদী পৌর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
পৌর এলাকার তরোয়া নামক জায়গায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী।
নিহত দুই যুবক হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার মোহাম্মদপুর এলাকার কাজী নজরুল ইসলাম বাবর ও মোর্শেদ খান। তারা নরসীংদির একটি লুঙ্গি কারখানায় কাজ করতেন। ভাড়া থাকতেন পৌর শহরে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় নজরুল ও বাবর তরোয়া এলাকায় রেললাইনে হাঁটছিলেন। তাদের দু'জনের কানে ছিল হেডফোন। সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেসটি ঢাকার দিকে যাচ্ছিল। তরোয়া এলাকায় ট্রেনটি বেশ কয়েকবার সংকেত দেয়।
ওই দুই যুবকের কানে হেডফোন থাকায় ট্রেনের সংকেত তারা শুনতে পাননি। মুহূর্তেই ট্রেনটির নিচে কাটা পড়েন তারা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জানান, মরদেহ দুটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয় মরদেহ দুটি। পরে বাবর ও মোর্শেদের আত্মীয় ও সহকর্মী মো. মোশাররফ তাদের শনাক্ত করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।