ঝালকাঠির রাজাপুরে জাঙ্গালিয়া নদীর একটি খেয়াঘাটে পানিতে পরে নিখোঁজ হয়েছেন এক খেয়ামাঝি।
উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া (কলাকোপা) বাজারসংলগ্ন খেয়াঘাটে বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিখোঁজ খেয়ামাঝির নাম সামসুল হক হাওলাদার। তার বাড়ি বড়ইয়া ইউনিয়নের কলাকোপা গ্রামে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, সামসুল ওই খেয়াঘাটে নিয়মিত খেয়া পারাপার করতেন। তার মৃগীরোগ ছিল। তিনি এর আগেও কয়েকবার নদীতে পড়ে গিয়েছিলেন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, বুধবার বিকেলে ঘাটে বাঁধা নৌকায় একা ছিলেন সামসুল। হঠাৎ পানিতে পড়ার শব্দ পেয়ে ঘাটের পাশের কয়েকজন দোকানদার খেয়াঘাটে যান। তারা দেখতে পান নৌকায় সামসুলের গামছা, গেঞ্জি ও টাকা রয়েছে। তখন সবাই ধারণা করেন, আগের মতোই নদীতে পড়ে গেছেন সামসুল।
তাকে না পেয়ে থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধারে অভিযান পরিচালনা করে বলেও জানান ওই সাবেক ইউপি সদস্য।
বরিশাল নৌ-ফায়ার স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘অন্ধকার হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধারকাজ শেষ করা হয়েছে। আগামীকাল আবার উদ্ধারকাজ শুরু করা হবে।’