বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একদিনে বৃদ্ধাকে দুবার টিকা দেয়ার অভিযোগ

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৩

আছিয়ার পুত্রবধূ রওশন আরা বলেন, ‘আরেকটা রুমে গেইলে ওমরাও শশড়িক টিকা দেয়। যকন টিকা দেয় তখন হামরা কইচি টিকা দিচে তাও শোনে নাই।’

রংপুরের পীরগাছায় এক বৃদ্ধাকে পরপর দুইবার করোনাভাইরাসের টিকা দেয়ার অভিযোগ উঠেছে।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

টিকার প্রথম ডোজ দুইবার পাওয়া ৭৯ বছরের আছিয়া খাতুনের বাড়ি উপজেলার কৈকুড়ি ইউনিয়নে।

আছিয়ার পুত্রবধূ রওশন আরা নিউজবাংলাকে বলেন, ‘আমি আমার শশড়িসহ হাসপাতালোত যাই, তখন মনে হয় ১২টা বাজে। হামরা কার্ড দেকানোং। পরে ওমরা টিকা দিচে।

‘আরেকটা রুমে গেইলে ওমরাও শশড়িক টিকা দেয়। যকন টিকা দেয় তখন হামরা কইচি টিকা দিচে তাও শোনে নাই।’

ছেলে খোরশেদ আলম জানান, তার মাকে টিকা দেয়ার পর ১ ঘণ্টা মতো পর্যবেক্ষণে রাখে। হাসপাতাল থেকে ছাড়ার সময় একটা নম্বর দিয়ে সমস্যা হলে সেই নম্বরে ফোন দিয়ে জানাতে বলা হয়। তবে আছিয়ার কোনো সমস্যা হয়নি।

তবে দুইবার টিকার বিষয়ে নিশ্চিত নন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ।

তিনি জানান, দুইবার টিকা দেয়ার বিষয়টি স্বাস্থ্যকর্মীরা অস্বীকার করেছে। ওই বৃদ্ধা দুইবার টিকার বিষয়ে ঠিকমতো বলতে পারেননি। তবুও তাকে পর্যবেক্ষণে রেখে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর