দেশে চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩৪ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
গত জানুয়ারিতে ৩২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হওয়ার মধ্য দিয়ে বছর শুরু হয়েছিল। জুনে এটি ১৭২ জনে ওঠে। জুলাই মাসে সেটিই হয়ে দাঁড়ায় ২ হাজার ২৮৬ জনে। এতে সব মিলিয়ে এ বছরের প্রথম সাত মাসে ডেঙ্গুতে মোট শনাক্ত দাঁড়ায় ২ হাজার ৬৫৮ জন।
জুলাই থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। আগস্টের চিত্রটি ছিল উদ্বেগজনক। এ মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ছিল ৭ হাজার ৬৯৮ জন। চলতি মাসে প্রথম আট দিনের চিত্র আগের মতোই উদ্বেগের।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে শুধু ঢাকা বিভাগের হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ২১২ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪৪ জন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২ হাজার ৬৯০ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৩৯৫ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১ হাজার ২৪২ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৮৮ ডেঙ্গু রোগী।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম সাত মাসে ১২ জনের মৃত্যু হয়েছে। শুধু আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়। চলতি মাসের আট দিনে ৭ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর সার্বিক বিষয় নিয়ে ২১ বছর ধরে তথ্য জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল, সে বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন।