রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসচালক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন নগরীর মতিহার থানার বাজেকাজলা মহল্লার সাব্বির হোসেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ আমজীবন গ্রামের নূর নবী হোসেন ওরফে হৃদয়, কাজলা বিলপাড়া এলাকার সানোয়ার হোসেন ওরফে সাইমুন ওরফে এস এম সায়েম ও পাবনার সাঁথিয়া উপজেলার পুণ্ডুরিয়া গ্রামের সোহেল রানা ওরফে সোহেল।
নূর নবী নগরীর মতিহার থানার বাজেকাজলা মহল্লায় ও সোহেল কাজলায় ভাড়া থাকতেন। সোহেল রুয়েটের দৈনিক মজুরিভিত্তিক নৈশপ্রহরী ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু নিউজবাংলাকে জানান, বাসচালক আবদুস সালাম হত্যা মামলায় দুজন কিশোর আসামি আছে। শিশু আদালতে তাদের বিচার চলছে।
মামলার এজাহার থেকে জানা যায়, একটি মারামারির ঘটনার জেরে ২০১৮ সালের ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রুয়েটসংলগ্ন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের পাশের রাস্তায় সালামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন সালামের বড় ছেলে মো. পলাশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন। চার দিন পর এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পুরো ঘটনা জানা যায়।
১৬৪ ধারায় দেয়া ওই কিশোরের জবানবন্দি অনুযায়ী পুলিশ ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।