চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী, শিশুসহ ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, আটক রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল।
বঙ্গোপসাগরের তীরবর্তী সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন থেকে বুধবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
তিনি বলেন, সলিমপুরে নারী, শিশুসহ ১৯ ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখায় লোকজন স্থানীয় চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান জানালে পুলিশ তাদের আটক করে।
তিনি জানান, আটক ১৯ রোহিঙ্গার মধ্যে সাত শিশু, চারজন নারী এবং আটজন পুরুষ।
পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে তারা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে এসেছে।
তাদের ভাসানচরে ফেরত পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।