বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুল-কলেজ খোলার ঘোষণায় বেড়েছে বই-খাতা বিক্রি

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০২

আগের চেয়ে বেচা-বিক্রি বাড়লেও খুব খুশি নন বেশিরভাগ দোকানি। তাদের ভাষ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি এবং দফায় দফায় লকডাউনের কারণে তাদের ব্যবসার ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই হঠাৎ করে সামান্য বেচা-বিক্রি বাড়ায় তাদের ক্ষতি খুব একটা পোষাবে না।

স্কুল-কলেজ খোলার ঘোষণার পর থেকেই শিক্ষা উপকরণ বই-খাতা বিক্রি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মনিহারি পণ্যের বিক্রি।

কয়েক দিন থেকে কিছুটা ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। বিক্রেতারা বলছেন, গত দুই দিনের তুলনায় বুধবার বিক্রি কিছুটা কম। তবে বিক্রি আরও বাড়বে বলে জানান দোকানিরা।

রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানগুলো ঘুরে বুধবার এ চিত্র দেখা গেছে।

আগের চেয়ে বেচা-বিক্রি বাড়লেও খুব খুশি নন বেশিরভাগ দোকানি। তাদের ভাষ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি এবং দফায় দফায় লকডাউনের কারণে তাদের ব্যবসার ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই হঠাৎ করে সামান্য বেচা-বিক্রি বাড়ায় তাদের ক্ষতি খুব একটা পোষাবে না।

জানতে চাইলে ফেভারিট বুক সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল কাদের নিউজবাংলাকে বলেন, ‘স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণার পর থেকে বেচাবিক্রি কিছুটা বেড়েছে। তবে করোনার ক্ষতি পোষাতে সময় লাগবে।’

বই-খাতার বিক্রি বেড়েছে রাজধানীর নীলক্ষেতে। ছবি: নিউজবাংলা

একই সুরে কথা বললেন সাইফুল বই ঘরের সেলসম্যান সানোয়ার হক। তিনি বলেন, ‘আগের চেয়ে বই-খাতার বিক্রি কিছুটা বেড়েছে। তবে তা যথেষ্ট নয়। করোনা যেহেতু কমে গেছে, আশা করছি ধীরে ধীরে বিক্রি বাড়বে।’

কোন ধরণের বই বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে কবির বুক কর্নারের বিক্রেতা কবির হোসেন বলেন, ‘এখন কলেজের বই বেশি বিক্রি হচ্ছে। তবে চাকরি পরীক্ষা সংক্রান্ত বইগুলোও বিক্রিও বেড়েছে।’

নীলক্ষেতের লিমা পেপার অ্যান্ড স্টেশনারিতে দেখা হয় পুরান ঢাকার বাসিন্দা বিলকিস বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘রোববার থেকে ছেলের স্কুল খুলবে, তাই কিছু খাতা-কলম কিনতে এসেছি।’

নাবীল বুক শপে দেখা হয় ঢাকা কলেজের ইংরেজি বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ফয়সালের সঙ্গে। কী বই কিনবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্কুল-কলেজ খুলে দেয়ায় চাকরির পরীক্ষাগুলো হয়ে যাবে, তাই নতুন কিছু বই কিনতে এসেছি।’

বকুল স্টেশনারি শপে দেখা হয় সরকারি কর্মকর্তা সোলায়মান বেগের সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, ‘ছেলেকে সঙ্গে নিয়ে কিছু বই কিনতে এসেছি। দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় নতুন বই কেনার কথা থাকলেও তা কেনা হয়নি।’

বেড়েছে ব্যাগ বিক্রি

রাজধানীর নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ ব্যাগের দোকানে ক্রেতাদের ভিড়।

সেখানে বেসরকারি ব্যাংকের কর্মকতা আরশাদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘রোববার থেকে ছেলের স্কুল খুলছে। ছেলে বায়না ধরেছে নতুন ব্যাগ কিনে দিতে হবে, তাই একটি ব্যাগ কিনতে এসেছি।’

ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিক্রি বেড়েছে নীলক্ষেত ও নিউ মার্কেটে। ছবি: নিউজবাংলা

একই কথা বললেন ধানমন্ডির বাসিন্দা হাজেরা খাতুন। তিনি বলেন, দীর্ঘ দিন মেয়ের কলেজ বন্ধ থাকায় ব্যাগের প্রয়োজন হয়নি। কলেজ খোলায় ব্যাগের প্রয়োজন হবে। তাই একটি ব্যাগ কিনতে সেখানে গেছেন।

বেচাবিক্রি বাড়ায় খুশি নিউমার্কেটের ব্যাগ বিক্রেতারা। আলিফ ব্যাগ শপের সেলসম্যান খোকন মিয়া বলেন, ‘অনেক দিন পর বেচাকেনা একটু ভালো। এখন দিন দিন বেচাবিক্রি বাড়বে।’

একই কথা জানালেন স্টাইল শপের মালিক রাব্বানী শেখ। তার প্রত্যাশা, স্কুল-কলেজ খুললে বাড়বে বিক্রি।

এ বিভাগের আরো খবর